বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে জায়গা দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে বানিয়াচঙ্গের প্রথমরেখ গ্রামে। এ ঘটনায় বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমরেখ গ্রামের যামিনী বেগম ও তার সৎ ভাই মুজিবুর রহমানের মাঝে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন মুজিবুর জোরপূর্বক যামিনী বেগমের জায়গা দখল করতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপী সংঘর্ষে দোলেনা (২৮), রোমেনা (২৫) ও যামিনী বেগমসহ (৩০) ৫ জন আহত হয়েছে। তন্মধ্যে দোলেনা, রোমেনা ও যামিনী বেগমকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় যামিনী বেগম বাদী হয়ে মুজিবুর রহমানকে প্রধান আসামী করে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com