
মো. মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে ২৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মাদকসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। এর আগে গত ৫ দিনে একাধিক অভিযানে ওইসব জব্দ হয়।
৫৫ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল তেলিয়াপাড়া-চুনারুঘাট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে দুইটি হাইয়েস গাড়ীকে আভিযানিক দলের সন্দেহ হলে আটক করে তল্লাশী চালিয়ে ১৫ লাখ ৭৩ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাবেরী মেহেদী জব্দ করা হয়।
এছাড়াও হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান, গুটিবাড়ী, কাকমারাছড়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ, ২৩ বোতল বিয়ার, বিভিন্ন প্রকার সারসহ বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় কসমমেটিকস জব্দ করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ২০ হাজার ৮৫০ টাকা।
অপরদিকে চুনারুঘাট উপজেলার গুইবিল ও চিমটিবিল বিওপি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ কেজি ভারতীয় গাঁজা এবং গরু জব্দ করে। পাশাপাশি মাধবপুর উপজেলার মনতলা বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। এসকল অভিযানে চোরাকারবারীরা বিজিবির টহল দলের উপস্থিতি বুঝতে পেরে গ্রেফতারের ভয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি। জব্দকৃত সকল পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।