নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিজনা নদী দখল ও লীজ নিয়ে ফুঁসে উঠেছে সাত মৌজার মানুষ। দিনারপুর এলাকার পানিউমদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল রবিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত পানিউমদা ইউনিয়নের চক শংকরপুরে বিজনা নদী দখল এবং বাহুবলের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে পানিউমদা, কুস্সা, বরকান্দি, বড়গাঁও, বুড়িনাও, রোকনপুর ও বড়চর গ্রামবাসীর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বর্তমান মেম্বার আব্দুল মুহিত, সাবেক মেম্বার আরজদ আলী, মনসুর আলম, অনু আহমদ, এনসিপি নেতা শেখ রুবেল আহমদ, মামুনুর রশিদ মামুন, সাবেক মেম্বার আবুল কালাম, বর্তমান মেম্বার আবুল ফজল, মকলু মিয়া মেম্বার, মাহমুদ মিয়া, মসুদ আহমদ, লেদু মিয়া, শামীম আহমদ প্রমূখ।
এলাকাবাসীর অভিযোগ- নোয়াগাঁও গ্রামের মেম্বার বাজিত উল্লাহ, আব্দুল মজিদ খান ও তোফায়েল আহমদ গং জোরপূর্বক বিজনা নদী দখল করে ৫ লাখ টাকা দিয়ে বাহুবলের লোকজনের কাছে লীজ দিয়েছেন। এই অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে এবং সাত মৌজার মানুষকে নদীতে মাছ ধরা ও চাষের সুযোগ দেয়ার দাবি জানান। তারা বলেন, ব্রিটিশ আমল থেকে এই সাত মৌজার মানুষ বিজনা নদীতে মাছ চাষ ও প্রতি বছর শীত মওসুমে পলো বাওয়া উৎসব করে মাছ ধরেন। এবার দখলদারগণ জোরপূর্বক সরকারি নদী দখল করে লীজ দিয়েছে।