হবিগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় জি কে গউছ বলেন, ‘পিয়ারা বেগম ছিলেন একজন খোদাভিরু, বিনয়ী, সদালাপী ও সহজ-সরল প্রকৃতির মানুষ। তিনি পৌরসভায় প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে সততা, দায়িত্ববোধ ও মানবিকতার ছাপ ছিল সুস্পষ্ট। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং পৌর নাগরিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তার নম্র আচরণ, সৌজন্যবোধ, সহকর্মীদের প্রতি আন্তরিকতা সকলের মন জয় করেছিল। নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি সর্বদা আন্তরিক ছিলেন। তার মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করি, মহান আল্লাহ যেন উনার ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি উনার মাগফেরাত কামনা করছি।’