স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর ভারতের ব্যাঙ্গালুরু নারায়না হাসপাতালে পরলোকগমণ করেছেন। গত শনিবার রাত ৯ টায় তিনি পরলোকগমণ করেন। সেখানে তিনি ডা. দেবী শেঠির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
সুধাংশু সূত্রধর শহরের সিনেমা হল ঝিলপাড় এলাকার বাসিন্দা। তিনি ১৯৯১ সালের ১৭ জুন হবিগঞ্জ বারে যোগদান করেন। তিনি সিভিলে প্র্যাকটিস্ করতেন।
জানা যায়, তিনি হার্টের চিকিৎসার জন্য ভারতে যান। তার মৃত্যুতে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকেই তার স্মৃতিচারণ করেন।