স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকাদা এলাকায় কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের কাজে নিয়োজিত এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুশিয়ারা নদীতে তালুকদার এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি নৌকা দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের কাজ করে আসছে। প্রতিদিনের মতো শনিবারও নৌকাটিতে শ্রমিকরা অবস্থান ও রাত্রিযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। বিকেলে ওই নৌকার ৪ জন শ্রমিক মাছ ধরতে নদীতে নামেন। এ সময় নৌকার তলায় ছিদ্র হয়েছে কিনা তা দেখতে শ্রমিক গোলাম রাব্বি (২৭) পানিতে ডুব দেন। কিন্তু এরপর তিনি আর উপরে ওঠেননি। সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে বিষয়টি নবীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় জনতা ও পুলিশের সহযোগিতায় নদীতে তল্লাশি চালান। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শ্রমিক গোলাম রাব্বীর সন্ধান মিলেনি। অন্ধকার নেমে আসায় উদ্ধার অভিযান শনিবারের মতো স্থগিত করা হয়। নিখোঁজ গোলাম রাব্বী বরগুনা জেলার নলী সাজিবাড়ির মৃত আব্দুল হক এর ছেলে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলমান থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। নৌকা ও ড্রেজারগুলোর অনেকগুলোতেই নিরাপত্তার কোন ব্যবস্থা নেই। তারা অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। নিখোঁজ শ্রমিকের সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হবে।