
মাধবপুর প্রতিনিধি ।। মাধবপুরের নোয়াপাড়া হযরত শাহজালাল (রহঃ) ইসলামী যুব সংগঠনের কার্যালয় উদ্বোধন উপলক্ষে রবিবার আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নোয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মনজুরুল হক মাছুমীর সভাপতিত্ব ও সংগঠনের সভাপতি কে এম রুহুল আমীনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন বিএনপি মাধবপুর উপজেলার সহ-সভাপতি ও নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ মোঃ জাবেদ। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর প্রেসক্লাবে সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব মাধবপুর উপজেলা সংবাদদাতা কে এম শামছুল হক আল-মামুন ও মোঃ উসমান গনি বেনু। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মুফতী শেফাউল করিম সালহী।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ জাবেদ বলেন, তরুণ প্রজন্ম ও যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা মাদকদ্রব্য সেবন ও মাদক কারবারের সাথে জড়িয়ে পড়ছে। মাদক সেবন ও মাদক কারবার থেকে এদের কঠোর হাতে দমন করতে হবে। সমাজ, তরণ-তরুণী ও যুব সমাজকে রক্ষা করতে হলে সম্মিলিত ভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি নোয়াপাড়া হযরত শাহজালাল (রহঃ) ইসলামী যুব সংগঠনের সকল নেতা-কর্মীদের মাদক সহ সকল অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। পরে সংগঠনের ঐক্য, অগ্রগতি, সমৃদ্ধি, বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের শান্তি এবং মরহুম মুসলমানদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।