
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জনগণকে টিকাদানে উদ্বুদ্ধ করতে পারলে কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, সরকার যে কর্মসূচি নেয় তা জনগণের মঙ্গলের জন্যই নেয়। সরকার চায় সবাই স্বপ্রণোদিত হয়ে টিকা কেন্দ্রে আসুক। আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করি তখন সরকার এ ধরনের কর্মসূচি নিতে আগ্রহী হবে।
ধর্মীয় নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আপনাদের মাধ্যমে অনেক বড় বড় কর্মকাণ্ড পরিচালনা করি। আপনারা আপনাদের অবস্থান থেকে জনগণকে বুঝানোর চেষ্টা করবেন অভিভাবকরা যাতে তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসেন। তিনি বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ভবিষ্যতে ওই রোগ থেকে বেঁচে থাকার সম্ভাবনা থাকে। রবিবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ সফল করার লক্ষ্যে হবিগঞ্জ পৌর এলাকার ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ মইনুল হকের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার রত্নদ্বীপ বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ সিলেট এর প্রতিনিধি ডাঃ নবজ্যোতি। সভা পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
প্রসঙ্গত, আগামী ১২ অক্টোবর হতে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। একটানা ১৮ কর্মদিবস চলবে টিকাদান। ৯ মাস হতে ১৫ বছরের নিচে যারা নেবে এই টিকা বর্তমানে অনলাইনে তাদের রেজিস্ট্রেশন চলছে। হবিগঞ্জ পৌর এলাকার ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা দেয়া হবে। হবিগঞ্জ পৌর এলাকার লক্ষ্যমাত্রা হচ্ছে ২৬ হাজার ৬৬৮ জন। বিজ্ঞপ্তি