
মো: তানভীর হোসেন ।। হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আতিক উল্লাহ’র ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে এ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আ স ম আফজল আলী রুস্তম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সহিদ, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সফি কাইয়ূম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান, বিএনপি নেতা সাহেব আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মাহফুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ বাবুল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামছুল হক রাজিব, নূরপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি এম এ মান্নান বকুল, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি মোজাম্মেল হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আরফান তালুকদার, যুগ্ম সম্পাদক ঝিনুক, এনাম শাহ মাহি, রাহেল তালুকদার, শাহাবুদ্দিন শিহাব, তোফাজ্জল শাওন সহ নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।