
স্টাফ রিপোর্টার || টানা বর্ষণে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শনিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে অব্যাহত থাকায় শহরের নিচু এলাকা ও সড়কগুলোতে হাঁটু পানি জমে যায়। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছে।
পানি জমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের শায়েস্তানগর, পুরাতন পৌরসভা সড়ক, উমেদনগর, কোর্ট এলাকার সড়ক, ইনাতাবাদ, পুরাতন খোয়াই নদী সংলগ্ন এলাকা। অনেক এলাকায় ঘরে পানি প্রবেশ করায় পরিবারগুলো চরম বিপাকে পড়ে। দোকানপাট ও অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। বেশ কয়েকটি এলাকা ছিল বিদ্যুৎবিহীন।
শহরের প্রধান সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। কোথাও রাস্তায় গাড়ি বন্ধ হয়ে আটকে পড়ে ভোগান্তি বাড়িয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে এবং আইনজীবী ও বিচারপ্রার্থীরা হাটু পানির ভেতর দিয়ে চলাচল করতে বাধ্য হয়েছেন।