
স্টাফ রিপোর্টার || চুনারুঘাট থানার ওসি নুরে আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর এবার থানার গাড়ির চালক কনস্টেবল ওয়াসিমকেও ক্লোজড করা হয়েছে। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কনস্টেবল ওয়াসিমকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। তিনি জানান, টাকা চুরির ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওসি নুরে আলমের সরকারি বাসা থেকে ৪ লাখ টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় ওসির নেতৃত্বে সেকেন্ড অফিসার বিমল কান্তি দেবসহ একদল পুলিশ থানার গাড়ি চালক কনস্টেবল ওয়াসিমের বাসা সন্দেহজনকভাবে তল্লাশি করে তছনছ করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় ওসি নুরে আলমকে ক্লোজড করা হয়। পরবর্তীতে তদন্তে গাড়িচালক কনস্টেবল ওয়াসিমের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও ক্লোজড করা হয়।