
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ।। হবিগঞ্জের মাধবপুরে ৩০০ পিস ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল এ অভিযান চালায়।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক জাব্বার আহমেদ জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৫/৯-এস হতে প্রায় ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার সস্তামোড়া এলাকা থেকে মো. রমজান আলীকে (২৫) ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক রমজান আলী উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের আসাদ আলীর ছেলে। ইয়াবা ও অন্যান্য মালামালের মূল্য প্রায় ১ লাখ ৩৩ হাজার ১০০ টাকা। আটক রমজান আলীকে মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তাছাড়া একই দিনে সরাইল ব্যাটালিয়নের অন্যান্য বিওপিগুলো সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৩৯ পিস ইয়াবা, ৫২ কেজি গাঁজা এবং ৪৫ বোতল ইস্কফ উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮১ হাজার ৭০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার অবৈধ চোরাচালান বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।