স্টাফ রিপোর্টার ।। হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে সর্দার নির্বাচন নিয়ে দুই পক্ষের লোকজনের মাঝে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। খবর পেয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ওই গ্রামের আব্দুর রাজ্জাককে সর্দার নিয়োগ করা নিয়ে দুই পক্ষের লোকজনের মাঝে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল মকসুদ আলী ও আব্দুর রাজ্জাক এর পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় গোপায়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মন্নান, ইমদাদুল ইসলাম, মুহিবুল ইসলাম সোহেল, সাকিব মিয়া, তাহির মিয়া, রাহিম মিয়া, কামরুল, রাসু মিয়া, সাব্বির মিয়া, সাকিল মিয়া, সোহাগ মিয়া, মুহিত মিয়া, সুজন মিয়া, বাছির মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে এলে উভয় পক্ষের লোকজনের মাঝে আবারও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সদর থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি টিম হাসপাতালে এসে পরিস্থিতি শান্ত করে।
ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আবার যাতে সংঘর্ষ না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।