মোহাম্মদ কামরুল হাসান ।। ইউরোপের দেশ ইতালিতে সড়ক দুর্ঘটনায় কাজল মিয়া (৪৫) নামে শায়েস্তাগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ইতালির মাতারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের খুরশেদ আলীর ছেলে। কাজল নিহতের ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সাড়ে তিন বছর আগে জীবিকার তাগিদে দুবাই পাড়ি দেন কাজল মিয়া। সেখানে ৬ মাস থাকার পর স্বপ্নের সোনার হরিণ ধরতে পাড়ি জমান ইতালি। কাজ করতেন একটি কৃষি ফার্মে। কাঁচামাল পরিবহণের ট্রাক্টরে করে অন্যত্র যাবার সময় ট্রাক্টর উল্টে রাস্তার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তিন বছরের মাথায় চলে যান না ফেরার দেশে। বাড়ীতে নিহত কাজল মিয়ার স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে সন্তান রয়েছে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও নিহত কাজল মিয়ার চাচাতো ভাই সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যেখানে কাজল মিয়া মারা গেছে সেখানে আমাদের আপনজন কেউ নেই। তবুও লাশ দেশে আনার জন্য আমরা চেষ্টা করছি। এজন্য বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেন তিনি।