মো. মামুন চৌধুরী ॥ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকা থেকে গত ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার থ্রি পিস, ভিটেক্স গোল্ড ভিটামিন, গরু, মদ ও গাঁজা জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৫০ হাজার ৮৫০ টাকা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।
এর আগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালানী পণ্য পাচার হবে জানতে পারে বিজিবি। এ প্রেক্ষিতে সিন্দুরখান বিওপির একটি বিশেষ টহল দল খেজুরিছড়া নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে টহল দল তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার থ্রি পিস জব্দ করে। যার আনুমানিক মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা।
৫৫ বিজিবির অপর একটি অভিযানে লালটিলা বস্তি নামক এলাকা হতে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা, চিমটিবিল ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার মনতলা বিওপির টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা চোরাচালানকৃত মালামাল ফেলে রেখে জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। ওই স্থানে তল্লাশী চালিয়ে ভারতীয় ১৯ বোতল মদ, ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ভিটেক্স গোল্ড ভিটামিনসহ ২টি গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন- বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে, আর আমাদের অভিযানগুলো এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।
জব্দকৃত পণ্য এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সাথে চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।
প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে।