স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বেগুনাই গ্রামে পূর্ব শক্রতার জের ধরে এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও পুকুরের পাড়ে থাকা ছাপড়া ঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। এতে ওই ব্যক্তির ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্রে জানা যায়, বেগুনাই গ্রামের রিয়াদুল মিয়া গংদের সাথে একই গ্রামের আক্কাছ মিয়া, মুখলেছ মিয়া, মাহফুজ গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি প্রতিপক্ষের একটি মারামারি মামলায় রিয়াদুল মিয়া আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। রিয়াদুল মিয়া কারাগারে থাকাবস্থায় পুকুরটি তার ছোট ভাই ইমন মিয়াসহ পরিবারের লোকজন দেখাশোনা করে আসছিলেন। বুধবার রাত রিয়াদুলের ভাই ইমন মিয়া পুকুরের পাড়ে ছাপড়া ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ পুকুর পাড়ে এসে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলায় চালায়। এ সময় ইমন মিয়া ভয়ে দৌড়ে পালিয়ে যান। তিনি পালিয়ে যাওয়ার পর হামলাকারীরা ছাপড়া ঘরে আগুন ধরিয়ে দেয় এবং পুকুরে বিষ প্রয়োগ করে তারা চলে যায়। যাওয়ার সময় ঘরের ভিতরে থাকা মাছের খাদ্যসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে রিয়াদুলের স্বজনরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইমন মিয়া বলেন, পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকজন আমাদের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে এবং পুকুর পাড়ের ছাপড়া ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে ঘরের মিটার পুড়ে গেছে। তাছাড়া হামলাকারীরা ঘরে থাকা মাছের খাদ্য নিয়ে গেছে। এতে আমাদের ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গ্রামের মুরুব্বী ওয়াহিদ মিয়া জানান, পুকুর পাড়ের ছাপড়া ঘরে আগুন এবং পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসলে বিষয়টি তাদেরকে অবগত করা হয়।