
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ টিম চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে এক মাদক কারবারি হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ১০ কেজি গাঁজা জব্দ করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে। সে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহ করতো।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, মাদক কারবারির বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি, তার সাথে আর কারা মাদক ব্যবসায় জড়িত তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।