
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ‘পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো, সৃজনশীল ও আদর্শ মানুষ হব’ এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী অ্যান্ড হাই স্কুলের দুই দিনব্যাপী শিক্ষা মেলা। ১০ ও ১১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই মেলায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ সাধন এবং তাদের শিখনকে ফলপ্রসু করার জন্য কারিকুলামের প্রতিটি বিষয়ের পাশাপাশি তার পাঠ্য বই অথবা পাঠ্য বইয়ের বাহিরের বইয়ের পঠিত বিষয়টি হাতে কলমে করে প্রকল্পের মাধ্যমে উপস্থাপন করে।
১০ সেপ্টেম্বর সকাল দশটায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলায় বিজ্ঞান বিষয়ক প্রকল্প, ২৪শের গণঅভ্যুত্থান প্রকল্প, আইসিটি কর্ণার, ইসলামিক কর্নার সহ প্রায় ১৫ শত প্রকল্প উপস্থাপন করা হয়। মেলায় প্রতিদিন হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, দর্শনার্থী বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন।
মেলা পরিদর্শন করেন যুগ্ম সচিব ও শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান আব্দুল হাই আল মাহমুদ। মেলা পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং প্রকল্প উপস্থাপন দেখে তাদের উৎসাহিত করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। এছাড়াও বিভিন্ন কলেজ এবং হাই স্কুলের শিক্ষক সহ সমাজের বিশিষ্ট জন মেলা পরিদর্শন করেন। মেলায় প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।