
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে শারীরিক প্রতিবন্ধী সোহাগ মিয়া তালুকদারের ওপর হামলাকারী মোঃ রাজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকা থেকে রাজু মিয়াকে পুলিশ গ্রেফতার করে। সে সাবাসপুর গ্রামের মৃত সাজিদুর রহমানের ছেলে।
একই বাড়ির বাসিন্দা মোঃ আইয়ুব আলী তালুকদারের ছেলে আহত সোহাগ মিয়া তালুকদারের ছোট ভাই মোঃ তারেক মিয়া তালুকদার জানান- মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজু মিয়াগং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সোহাগ মিয়া তালুকদারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। বিষয়টি জানার পর স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সুবিচারের আশায় শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রাজু মিয়াকে গ্রেফতার করে।