স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে প্রেমের টানে ছুটে এসে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা। এ নিয়ে এলাকায় নানামুখি আলোচনা চলছে।
জানা যায়, গাজীপুর জেলার গাছা থানার ফিরোজুল হকের মেয়ে সুইটি আক্তার সায়না (২০) প্রেমিক ইব্রাহিমের সাথে ঘর বাঁধার আশায় গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ওই গ্রামে এসে উপস্থিত হয়। এদিকে সুইটি বাড়িতে পৌঁছালে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় প্রেমিক ইব্রাহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে রং নাম্বারে সুইটি’র সাথে পরিচয় হয় মোড়াকড়ি গ্রামের ফারুক মিয়ার ছেলে ইব্রাহিমের। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং একপর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সুইটির অভিযোগ, ইব্রাহিম তাকে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে গেলেও এখন সে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। তাই সে বাধ্য হয়ে ঘর বাঁধার স্বপ্নে গাজীপুর থেকে লাখাইয়ে ইব্রাহিমের বাড়িতে চলে এসেছে। সে বাড়িতে আসার পর ইব্রাহিম কৌশলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে সুইটি ইব্রাহিমের বাড়ির উঠোনে অনশন শুরু করেছে। রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান করছিল সুইটি।
এদিকে এ ব্যাপারে কথা বলতে ইব্রাহিমের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com