মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় বিজয় নগরের নওয়াগাঁও এলাকার কুরবান ভূইয়ার ছেলে রনি মিয়াকে ৬০ হাজার টাকা অর্থদ- করা হয়। তাছাড়া তুলশীপুর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। পাশাপডাশি একটি ড্রেজার বিকল করে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মনতলা ও কাশিমনগর ফাঁড়ি পুলিশের একটি টিম।