নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সদস্য উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত তোতা মিয়া’র পুত্র ছাইদুর রহমানকে (কোড নং-১৪৫২) উক্ত সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রায়হান মিয়া ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বুধবার তাকে সাময়িক বহিষ্কার করা হয়। পত্রের অনুলিপি হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করা হয়েছে। পত্রে উল্লেখ করা হয় নবীগঞ্জ উপজেলার ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সদস্য ছাইদুর রহমান সংগঠনের নিয়মনীতি উপেক্ষা করে গত ২৩ সেপ্টেম্বর রাত অনুমান ৭টায় ১০/১১ জনের একদল দেশীয় অস্ত্রধারী লোক নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই শ্রমিক সংগঠনের সদস্য বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র সেলিম মিয়ার উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এ সময় সেলিম মিয়াকে প্রাণে রক্ষা করতে সংগঠনের অন্যান্য সদস্যরা এগিয়ে গেলে অস্ত্রধারী হামলাকারীরা তাদেরকেও মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ছাইদুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে উক্ত সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।