মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বুধবার দুপুরে জেলা প্রশাসক স্কুলটি পরিদর্শন করেন। তিনি স্কুলের মাঠ ও ভবনগুলো দেখে ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রশ্ন করেন। শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেন। এতে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ সন্তোষ প্রকাশ করে শিক্ষকদের প্রতি আরো যতœশীলভাবে পাঠদানের আহবান জানান।
এ সময় হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সদ্য বিদায়ী সভাপতি ’৭১ টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক ফখর উদ্দিন চৌধুরীসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, মাহমুদুল কবীর মুরাদ হবিগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকে শিক্ষার মান দ্রুত এগিয়ে নিতে নিয়মিত স্কুল পরিদর্শন করছেন। এরই ধারাবাহিকতায় সাবাসপুর স্কুল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, বর্তমান সরকার শিক্ষার মান এগিয়ে নিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে তৃণমূল লোকজনের সন্তানরা আজ স্কুলমুখী হয়েছে। তিনি বলেন, শিশুদের মাঝে সুশিক্ষা ছড়িয়ে দিতে হবে। তাহলে বলা যাবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্কুলে পাঠদানের ব্যাপারে কোনভাবেই অবহেলা করা যাবে না।
প্রধান শিক্ষক ফখর উদ্দিন চৌধুরী বলেন, ১৯৭৪ সালে স্কুলটি প্রতিষ্ঠা হয়েছে। বর্তমানে অধ্যয়নরত ২৪৫ জন শিক্ষার্থীকে আমরা ৯জন শিক্ষক পাঠদান করছি। চলতি বছরের ২০ এপ্রিল এ স্কুলে যোগদান করে শিক্ষার মান দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করছি।
সাবাসপুর স্কুল পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com