স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং পল্লী বিদ্যুত সমিতির লাগামহীন দুর্নীতি ও নানা অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ দাঁনা বাঁধতে শুরু করেছে ভুক্তভোগী গ্রাহকদের মাঝে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে গ্রাহকদের কাছ থেকে বিল বেশি নেয়া, মিটার না দেখেই বিল প্রদান, এক মাসের বিল অন্য মাসের সাথে দেয়াসহ নানা অনিয়ম করে যাচ্ছেন পল্লী বিদ্যুত সমিতির দায়িত্বশীলরা। অন্যদিকে পল্লীবিদ্যুত সমিতির ট্রান্সফর্মার পুড়ে যাওয়া, নতুন সংযোগে অবৈধ টাকা গ্রহণ, খুঁটি স্থানান্তরে অতিরিক্ত টাকা আদায়, মিটার ভাড়াসহ ব্যাপক অনিয়ম করছেন কর্মচারীরা। একের পর এক অভিযোগ পাওয়া সত্ত্বেও তা সুরাহা না করে দিনের পর দিন গ্রাহকদের হয়রানী করে আসছে তারা। তাদের ইচ্ছামতো বিল তৈরি করায় অন্য মাসের তুলনায় দুই-তিনগুণ বিল গুণতে হচ্ছে গ্রাহকদের। সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণের বিদ্যুত সরবরাহের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এর কোনো সুফল পাচ্ছে না বানিয়াচং উপজেলাবাসী। এই সমস্যা নিরসনে সাধারণ গ্রাহকদের পক্ষ থেকে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হলেও কোন ফল পাননি ভূক্তভোগীরা। এছাড়া প্রতি সপ্তাহের শুক্র শনিবার তো প্রায় ঘোষণা দিয়েই দিনভর বিদ্যুত থাকে না। বর্তমানে যে হারে দেশে বিদ্যুত উৎপাদন হচ্ছে তাতে দেশের কোথাও লোডশেডিং হওয়ার কথাই না। কিন্তু এই জোনাল অফিসে যা হচ্ছে তা বিদ্যুত বিভাগের খামখেয়ালিপনা। পল্লীবিদ্যুতের এই অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ জনগণ ফুঁসে উঠেছেন।