নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন, মেডিকেল অফিসার ডা. মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, নজরুল ইসলাম, ছাইম উদ্দিন, আলী আহমদ মুছা, আবু সিদ্দিক, আবু সাঈদ এওলা মিয়া, সত্যজিৎ দাশ, আশিক মিয়া, বজলুর রশিদ, মহিবুর রহমান হারুন, বশির মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, সাংবাদিক প্রতিনিধি রাকিল হোসেন, নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইয়াওর মিয়া, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, শেখ ছইফা রহমান কাকলী, পজীব কর্মকর্তা শাকিল আহমদ প্রমুখ।
সভায় সন্ত্রাসী মুছা কর্তৃক পুলিশের ওসি তদন্ত সহ দুই পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ এবং তাকে দ্রুত গ্রেফতারের সিদ্ধান্ত নেয়া হয়। আইসিটি মামলায় গ্রেফতারকৃত ভূয়া সাংবাদিক ও প্রতারক ফয়জুন আক্তার মনির বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
নবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com