স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার আউয়ালমহল ও কাটখালের রাস্তায় যানবাহন আটকিয়ে পিতাপুত্রকে পিটিয়ে অর্থকড়ি লুটে নিয়েছে দুবর্ৃৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- কাটখাল গ্রামের ইছাক মিয়া (৬০) ও তার পুত্র চান মিয়া (২৫)।
আহত সূত্র জানায়, সোমবার রাত ৯টায় ওই স্থান থেকে সিএনজি অটোরিকশাযোগে কাটখাল যাওয়ার সময় পথিমধ্যে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বহনকৃত সিএনজি অটোরিকশাটি আটক করে ভাংচুর চালায়। এক পর্যায়ে পিতা-পুত্রকে পিটিয়ে অর্থকড়ি লুটে নিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com