আলাউদ্দিন আল রনি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে প্রত্যেক প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে উপজেলা সদরে হাজির হয়। চেয়ারম্যান পদে মরহুম সৈয়দ আলমগীর চেয়ারম্যানের ভাই স্বতন্ত্র প্রার্থী এস.এম জাবেদকে ঘোড়া, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলামকে নৌকা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী মহিউজ্জামানকে আনারস, আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আদম খাঁকে মোটর সাইকেল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ১৭ জুলাই ওই ইউনিয়নের ৭ বারের জনপ্রিয় চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নোয়াপাড়া ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ২৬৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪৯৫ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৭৭২ জন। তাছাড়া একই দিন উপজেলার আন্দিউড়া ইউনিয়নে ২টি এবং ধর্মঘর ইউনিয়নের ১টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com