স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি এলাকা থেকে একটি মোটর সাইকেল ও ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। সোমবার বিকেলে আটককৃত মোটর সাইকেল ও ফেনসিডিলের মূল্য প্রায় ১ লাখ ৮ হাজার ৮শ’ টাকা। ৫৫ বিজিবি হবিগঞ্জ শ্রীমঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির নায়েক সুবেদার মো. আইয়ূব আলীর নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি মোটর সাইকেল ও ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com