চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওমান প্রবাসী শাহাব উদ্দিনের শিশুপুত্র কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র নাছির উদ্দিনকে (১০) তার আপন চাচা প্রবাসী আলাউদ্দিন ফুটবল খেলা থেকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়নের কালিকাপুর বোয়ালিয়াছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নাছির উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যায়। আলাউদ্দিন কালিকাপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র। এ ব্যাপারে নাছির উদ্দিনের মা চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হককে বিষয়টি অবগত করেছেন। ওসি বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নাছির উদ্দিনের মা বাদী হয়ে আলাউদ্দিনকে আসামী করে চুনারুঘাট থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com