স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুরে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সদর উপজেলার কাশিপুর গ্রামের টেনু মিয়ার পুত্র জিলু মিয়া (৩০) ও শায়েস্তাগঞ্জ তালুগড়াই গ্রামের সুমন মিয়ার পুত্র জুয়েল মিয়াকে (১০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, দুপুরে জিলু মিয়া বাড়ির পাশে বিদ্যুতের তারের কাছে একটি গাছে ডাল কাটতে গেলে সেখানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। অপরদিকে, তালুগড়াই গ্রামের জুয়েল গাছে পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com