
এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ সিলেটের প্রবাসী ফুটবলারদের নিয়ে ব্যাপক উম্মাদনা চলছে। সর্বত্র এখন ফুটবল নিয়ে আলোচনা। গ্রাম থেকে পাড়া, বাজার চায়ের স্টলগুলোতে ফুটবল বন্ধনা চলছে। বিশ্লেষণ করা হচ্ছে কার কোন আত্মীয় আগামিতে জাতীয় দলে খেলতে আসছেন। এ আলোচনায় বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ এগিয়ে রয়েছে। বিশেষ করে লন্ডন প্রবাসী বেশির ভাগই সিলেটের ফুটবলার। জাতীয় দলে আগামিতে সিলেটি ফুটবলারদের মেলা বসছে। আগামী জুনের ট্রায়ালের আগেই ৪জন জাতীয় ফুটবলার সংযুক্ত হচ্ছেন। তার মধ্যে অন্যতম হলেন হামজা দেওয়ান চৌধুরী, কিউবা মিচেল, সামিত সোম ও অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের আব্দুল কাদের। বাকিরা পাইপ লাইনে রয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেতে আসছেন আরও ১০ জন সিলেটের প্রবাসী ফুটবলার। বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের হামজা চৌধুরীর ইতিমধ্যে জাতীয় দলে অভিষেক হয়েছে। তার বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে। কানাডিয়ান ফুটবলার সামিত সোমেরও জাতীয় দলে অভিষেক হচ্ছে শিগগিরই। তিনি ইতিমধ্যে ফিফার প্লেয়ার্স স্ট্যাট্রাস কমিটির অনুমোদন পেয়েছেন। কানাডিয়ান বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোমের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দক্ষিন উত্তরসুর গ্রামে। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইংলিশ লীগের ২য় বিভাগের সান্ডারল্যান্ডের খেলোয়াড় কিউবা মিচেল আসছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর। আরও একজন অনুর্ধ্ব ১৯ জাতীয় দলে অলরেডি সংযুক্ত হয়েছেন। ইতালি প্রবাসী আব্দুল কাদির তার বাড়ির সিলেটের বিয়ানিবাজার। এছাড়া জুনের ট্রায়ালে আসার কথা রয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার সিলেটের সামির মিয়া, ইংল্যান্ডের লেস্টারসিটির একাডেমির খেলোয়াড় হবিগঞ্জের নবীগঞ্জের জাকারিয়া চৌধুরী ও আরেকজন প্রবাসী কারিম হাসান স্মিথ। করিম বর্তমানে খেলছেন ব্র্যাডফোর্ড পার্ক এভিনিউ ক্লাবের সিনিয়র দলে। এছাড়া ইংল্যান্ডের, বাংলার নেইমার খ্যাত ইমান আলম তার বাড়ি সিলেটের বিয়ানিবাজার, আরও আছেন আশিকুর রহমান, তানিম সালিক, হারুন সালাহ, রিজওয়ান হুসাইন, আরিয়ান আমির, সামির আলী। তাদের পূর্বসূরী হিসেবে সিলেটের ফুটবলার এখন রয়েছেন সাদ উদ্দিন, মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, মাশুক মিয়া জনি, তাজ উদ্দিন ও মতিন মিয়া গংরা। এছাড়া প্রবাসী ফুটবলার আসছেন নাবিদ আহমেদ, ফ্রান্সের ফারহান মাহমুদ, রিফাত খান, যুক্তরাষ্ট্র প্রবাসী আমির সামি, কাতার প্রবাসী নাবিল রহমান, লন্ডনের ইবাহিম নেওয়াজ, শেখ আল আমিন ও অস্ট্রেলিয়ার সৈয়দ তায়সির আলমসহ অনেকেই বাংলাদেশে ট্রায়াল দিতে আসবেন এদের বাড়ি সিলেটের বিভিন্ন এলাকায়। হামজা চৌধুরীকে বাংলাদেশে খেলতে আসা দেখে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়েছে। তারাও লাল সবুজ জার্সিতে খেলতে আসছেন।