নারীদের আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর নবম অভিষেক অনুষ্ঠান সম্প্রতি হবিগঞ্জ শহরের স্কাইকিং রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উল্লেখযোগ্য পর্ব ছিল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য হবিগঞ্জের তিন নারীকে গুণীজন সম্মাননা প্রদান। সম্মাননাপ্রাপ্ত তিন গুণী নারী হলেন জাহানারা আফছার (সমাজসেবা), অধ্যক্ষ জাহানারা খাতুন (শিক্ষায়) ও অ্যাডভোকেট মোছাদ্দেকা আক্তার নেলি (সমাজসেবা)। অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। (উপরে)
অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে সফল তিন নারীকে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। (নিচে)
-দৈনিক হবিগঞ্জের মুখ