স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষার দাবিতে নবীগঞ্জে সুধী সমাজের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবে ‘হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলন’ এর আয়োজনে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের উপদেষ্টা শফিকুল বারী আওয়াল, হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পিষুয চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সরফরাজ আহমেদ চৌধুরী, হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সদস্য কায়সার আহমেদ চৌধুরী জনি, হাসবী সাঈদ চৌধুরী, ফরিদুজ্জামান রনি, তাজুল ইসলাম রোমান, মো. সোয়াব খান, নবীগঞ্জ উপজেলা বাসদের আহবায়ক চৌধুরী ফয়ছল শোয়েব, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান চৌধুরী মাসুদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু ও উত্তম কুমার পাল হিমেল, সহ-সভাপতি মুরাদ আহমদ, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপক মো. সেলিম তালুকদার, মাওলানা শোয়েব আহমদ, অধ্যক্ষ তনুজ রায়, নবীগঞ্জ পৌরসভার প্রকৌশলী সহিদুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র-যুব প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের উপদেষ্টা শফিকুল বারী আওয়াল বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি হবিগঞ্জবাসীর স্বপ্ন। এই মেডিকেল কলেজ যদি অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। জনগণের ঐক্যই আমাদের শক্তি।