হবিগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং অ্যাডভোকেট সৈয়দ জাদিল আহমেদের পিতা সৈয়দ জামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় জি কে গউছ বলেন- অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং সৈয়দ জামাল উদ্দিন আহমেদ দুজনই খুব ভালো মানুষ ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন। তাদের মৃত্যুতে আমি শোকাহত। দোয়া করি মহান আল্লাহ যেন তাদের ভাল কাজগুলোকে কবুল করে জান্নাতবাসী করেন। আমি তাদের মাগফেরাত কামনা করছি। বিজ্ঞপ্তি