স্বপন বণিক, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি শহিদ মিয়াকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার রাত (৭ মে) রাত ৯টা থেকে সারে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটকের পর গাঁজাসহ তাঁকে আজমিরীগঞ্জ থানা পুলিশের কাছে সোর্পদ করে সেনাবাহিনী। আটক শহিদ মিয়া আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের উত্তর আটপাড়া গ্রামের আব্দুল কাদের মিয়ার পুত্র।
সূত্র জানায়, বুধবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ ও বানিয়াচং এর দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাম্পের লেফটেন্যান্ট আরিফ ফয়সাল মজুমদার এর নেতৃত্বে একদল সেনাবাহিনী জলসুখা ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় শহিদ মিয়ার বসতঘরে তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম (কলকি) ২টা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মাদক কারবারি শহিদ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। ইতিপূর্বে মাদকসহ আইশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাবরণ করেছে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।