নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দাউদনগর বাজারস্থ কে আলী প্লাজার স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ করম আলীর ছেলে ও পৌর যুবদল আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন এবং শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের ছোট ভাই পৌর ছাত্রদল নেতা কবিরুল হাসান সুমনের আজ শুক্রবার (৯ মে) ১১তম মৃত্যুবার্ষিকী।
২০১৪ সালের ৯ মে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি (কবিরুল হাসান সুমন) মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এ উপলক্ষে মরহুমের বাড়িতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।