স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তাজপুর গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে এক বাউল শিল্পীকে ধর্ষণ করেছে লম্পট প্রেমিক। বর্তমানে ওই ধর্ষিতাকে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধিন ধর্ষিতা বাউল শিল্পী জানান, তিনি বিভিন্ন স্থানে বাউল গান করে জীবিকা নির্বাহ করে আসছেন। সম্প্রতি তারই প্রতিবেশী ইছুব আলী নামে জনৈক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে তাকে বিয়ের প্রলোভন দিয়ে সাতছড়ি উদ্যানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। বারবার তাকে বিয়ের জন্য চাপ দিলেও ইছুব কৌশলে এড়িয়ে যায়। সোমবার রাতে শাহজী বাজার এলাকার শাহ সুলেমান ফতেহ গাজীর মাজারে বাউল গানের কাফেলা শেষে বাড়ি ফেরার পথে ইছুব আলী তাকে কৌশলে বাড়িতে নিয়ে যায়। পরে তাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে শুরু হয় নানা মুখি আলোচনা সমালোচনা। মঙ্গলবার দিনভর রফা-দফার চেষ্টা করা হলেও কোন সমাধান হয়নি। পরে অসুস্থ অবস্থায় ওই ধর্ষিতাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আজমিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘প্রকৃত ঘটনা হল তাদের মাঝে জমি সংক্রান্ত বিরোধ আছে। এ নিয়ে পূর্বে তাদের মধ্যে একাধিক দাঙ্গা-হাঙ্গামা হয়েছে। ধর্ষণের কথা সঠিক নাও হতে পারে’।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com