স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা প্রায় সাড়ে ৩টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনস্থ তেলিয়াপাড়া বিওপি’র নায়েব সুবেদার মোঃ দুরুল হুদার নেতৃত্বে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ৯নং চা-বাগান এলাকা হতে সুভাস পান তাঁতীর পুত্র বিপ্লব পান তাঁতী (২৫) ও পাখ পান তাঁতীর পুত্র দীপক পান তাঁতীকে (১৮) ৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে বিজিবি। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। আটককৃতরা মাধবপুরের মাহদী গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মাদকদ্রব্য ও মোটর সাইকেলের মূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com