সংবাদদাতা ॥ সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নবীগঞ্জে পৌঁছে প্রথমেই তিনি চৌশতপুর আশ্রয়ন প্রকল্প, কুর্শি ইউনিয়ন পরিষদ, নবীগঞ্জ পৌরসভা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শন করেন। দুপুরে তিনি উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে সকল কর্মকর্তাকে আরো সচেষ্ট হওয়ার আহবান জানান। উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com