স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিষ্পত্তিকৃত মামলার নথি ও জব্দকৃত বিপুল পরিমাণ মাদক প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় আদালত সংলগ্ন নিউ ফিল্ডে এসব মাদক ও নথি আগুনে পোড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহিনুর আক্তার ও সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানসহ অন্যান্য বিচারকগণ। তাদেরকে সহযোগিতা করেন নাজির শাকিল আহমেদ ও মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সিরাজ উদ্দিন। ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৮২৩টি মামলার নিষ্পত্তিকৃত নথি, ৮০ লিটার চোলাই মদ, ১৫৮ বোতল বিদেশী মদ, ৬৭০ বোতল ফেনসিডিল, ২০ হাজার নাছির বিড়ি ও ৯০ কেজি গাঁজা।
সিএসআই সিরাজ উদ্দিন জানান, নিষ্পত্তিকৃত নথি এবং পুলিশের অভিযানে উদ্ধারকৃত মাদক ও মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ায় বিজ্ঞ আদালতের নির্দেশে আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com