রুনা আক্তার স্বপ্না

নীল চাঁদোয়া বেঁচে থাক নীরবে নিভৃতে
সখা তোমার আঙ্গিনায়,
সাবধানে রেখো তারে
আর কেহ যেনো দেখিতে না পায়।

রজনী গভীর হলে স্বপ্নে
তার নিও যতন,
নীল চাঁদোয়ার নীলাভ আলোয় করো অবগাহন।

ষোড়শ শুদ্ধ উপাচার্যে
তার করিও পূজা,
রোদনে ভাসিয়ো আঁখি,
এ নয় গো সাজা।

তিমির রাত্রি করিতে চুরি
নীল চাঁদোয়ার করোনা অপমান,
যতোই থাকুক তোমার বুকের ভিতর
পুঞ্জীভূত অভিমান।

নীল চাঁদোয়া আঁধারের
ধ্রুব তারা হয়ে
বেঁচে রবে তোমার অশান্ত বুকে,
পাশ বালিশটা জড়িয়ে
রেখো চিরকাল
তোমার সকল সুখে দুঃখে।

অভিশাপ নয়, ভালোবেসে ক্ষমিও তাকে,
নীল চাঁদোয়া বাঁধা পড়ে আছে সময়ের সাত পাঁকে।