
“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই/ লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”
“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই/ লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম। দিবসটি উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালি ও দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আপসে বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্বারোপ করেন। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য জেলা লিগ্যাল এইড অফিস কাজ করে যাচ্ছে মর্মে তিনি জানান। সভা চলাকালে লিগ্যাল এইডের ৩ জন সেরা প্যানেল আইনজীবী মিহির কান্তি চক্রবর্তী, মো: আব্দুল মতিন মিয়া ও মনি রানী দাশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো: ফজলে এলাহী ভূইয়া, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত, জেলা লিগ্যাল অফিসার মুহাম্মদ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: শহিদুল হক মুন্সি, ডেপুটি সিভিল সার্জন ডা: মো: মুখলিছুর রহমান, জেলা বারের সভাপতি মো: আব্দুল হান্নান চৌধুরী, জেলা বারের সেক্রেটারি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী বকুল প্রমূখ। সভা উপস্থাপনায় ছিলেন সহকারী জজ মহিমা আকতার।