স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় এক ইউপি সদস্যসহ দুই জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) রাতে সেনাবাহিনীর মাধবপুর ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা নুরুদ্দিন ওরফে নুরধন (৪০) এবং শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাসপাতাল রোডের বাসিন্দা ডাঃ অসিত দাশ মন্টু (৫৫)।
পুলিশ জানায়, নুরধন রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। তিনি বাঘাসুরা ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত সবুর মিয়ার ছেলে। মাধবপুর সেনা ক্যাম্পের একটি টিম রবিবার রাত ৯টায় ফতেহগাজী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে রাত সাড়ে ১০টায় সেনা সদস্যরা শায়েস্তাগঞ্জ উপজেলার হাসপাতাল সড়ক থেকে অসিত দাশ মন্টুকে গ্রেফতার করে। অসিত দাশ মন্টু শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জনৈক হৃদয়ের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার ৪৮ নম্বর আসামি।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।