
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা গেইটের সামনে সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, জেলা বিএনপির নেতা মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাসুকুর রহমান, মোঃ গিয়াসউদ্দিন, ফিরোজ মিয়া, লুৎফুর রহমান খাঁন, মাসুদ আলী, লিটন পাঠান, যুবদলের আহবায়ক মোঃ এনায়েতউল্লাহ, কবির খান চৌধুরী, মোঃ রনি আহম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির প্রমুখ।
বক্তাগণ বলেন- ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে। বর্তমান সরকারকে বিব্রত করার জন্য তারা অপচেষ্টায় লিপ্ত। তাই বক্তারা অবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানান।