স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মুক্তা-ইব্রাহিম ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে কান্নাজনিত কণ্ঠে ক্ষমা চেয়েছে। এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তারা কান্নাজনিত কণ্ঠে হাতজোড় করে সকল মুসলমানদের কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে ইসলাম অবমাননা হয়, দেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, অশ্লীলতা ছড়ায় এমন কোনো ভিডিও প্রকাশ করবেন না। তারা বিষয়টি বুঝতে পারেননি উল্লেখ করে জীবনে আর কখনো এমন কোনো ভিডিও প্রকাশ করবেন না অঙ্গীকার করেন। সকল মুসলমান ও প্রবাসীদের কাছেও তারা ক্ষমা চেয়েছেন।
তারা বলেন, সকল ধর্মপ্রাণ মুসলমানদের হাতে-পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। পাশাপাশি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আপনারাও আমাদেরকে ক্ষমা করুন।
এদিকে তাদের ক্ষমা চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্য করেন, তাদের এবারের ক্ষমা চাওয়া দেখে মনে হয়েছে তারা সত্যিই ক্ষমা চেয়েছে। এখন দেখার বিষয় ভবিষ্যতে তারা কতটুকু সংশোধন হয়। সংশোধন হলে তাদেরকে ক্ষমা করে দেয়া উচিত।