স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) সকালে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে এই ঘটনা ঘটে।
হবিগঞ্জের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান জানান, সোমবার সকালে বজ্রসহ বৃষ্টিপাত হলে বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের কালবাসী দাস এর ছেলে দূর্বাসা দাশ (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তার ভাই ভূষণ দাশ (৩৪) ও বোন সুধন্য দাশ (২৮)। এছাড়া বজ্রপাতে বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) আহত হয়েছে বলে জানা গেছে। তিনি আরো জানান, হাওরে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হবে।