যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, হবিগঞ্জ এর আয়োজনে হবিগঞ্জ জালাল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ জাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মুশফিক আহমেদ, মোঃ জয়নাল আবেদীন ও সৈয়দ এখলাছুর রহমান খোকন, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, হবিগঞ্জ এ্যাডহক কমিটি, মোঃ সালেহ আহমেদ, সহ-সভাপতি, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন, আব্দুল মতিন, সভাপতি (ভারপ্রাপ্ত), হবিগঞ্জ জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন। সভাপতিত্ব করেন মোঃ বকতিয়ার রহমান গাজী, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। খেলা পরিচালনায় ছিলেন ফুটবল কোচ আজিজুর রহমান, দিলিপ কুমার দাস, উজ্জ্বল কান্তি দাস, রেফারি মীর কাজল ও মাহমুদুল হাসান। প্রতিযোগিতায় ৬টি দলের ৭২ জন খেলোয়াড় অংশগ্রহন করে। প্রতিযোগিতার ফাইনাল খেলায় হবিগঞ্জ ফুটবল একাডেমি দল ১-০ গোলের ব্যবধানে সম্রাট ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফুটবল প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ কর্তৃক ট্রফি, মেডেল ও জার্সি বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি