শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ৩ গুণীজনকে আজীবন সদস্য সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটার। সংবর্ধিত ও আজীবন সদস্য গুণীজনরা হলেন, সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ড. মনোজ কান্তি দাশ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ড. সালাহ উদ্দীন আহমদ হীরাজ ও আবুধাবি প্রবাসী বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আব্দুল কাইয়ুম তালুকদার। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ উপলক্ষে শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক মোঃ আবদুল হক রেনু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক (অব:) অর্থনীতি (অনার্স) বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফখরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়াও অনুষ্ঠানে নবীন থিয়েটারের উপদেষ্টা সৈয়দ ইলিয়াছ আহমদ, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাস্টার রিপন চন্দ্র দেব। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মোহাম্মদ আলী সরকার। পরে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। শেষে সংবর্ধিত গুণীজনদের হাতে আজীবন সদস্য সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সংগঠনের নেতৃবৃন্দ।