
নারীসহ আহত ৩০
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাচ্চাদের লাউ চুরি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা প্রায় সাড়ে ৬ টায় উপজেলার বদলপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, মহেশ্বর দাস (৭০), ঈশ্বর দাস (৬৫), কমল চন্দ্র দাস (৩৫), অনিল চন্দ্র দাস (৫০), বিনা দাস (৬০), জয়দেব দাস (২৫), কল্পনা দাস (৩৫), কনোজ দাস (২২), বজেন্দ্র দাস (৬০), বেনু দাস (৩৫), জয়কুমার দাস (৬০), রিতা রাণী দাস (৪৫), মহাদেব দাস (৭১), বরেন্দ্র দাস (৩৫), রথীশ দাস (৪৫), বাসনা রাণী দাস (৩৫)। অবস্থার অবণতি হওয়ায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত ১২ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তাছাড়া আহত মহেশ্বর দাস
(৭০), ঈশ্বর দাস (৬৫) ও কমল দাস (৩৫) এর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তাদের পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাস দেড়েক পূর্বে উদয়পুর গ্রামের বেনু দাসের জমি থেকে বাচ্চাদের লাউ চুরির একটি বিষয় নিয়ে একই গ্রামের নেপাল দাসের সাথে বিরোধের সূত্রপাত হয়। গত চৈত্র মাসে স্থানীয় মুরব্বিরা সালিশে বসে বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। শনিবার সন্ধ্যায় নেপাল দাসের পক্ষের ব্রজেন্দ্র দাস গরু নিয়ে বাড়ি ফেরার পথে বেনু দাসের বাড়ির পাশ দিয়ে যাবার সময় বেনু দাস বজেন্দ্রকে বাঁধা দেন এবং মারধোর করেন। বিষয়টি উভয়পক্ষের লোকজনের মাঝে জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য অরুণ কুমার তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা গ্রামবাসী মিলে সেখানে গিয়ে তাদের উভয়পক্ষকে বিরত করার চেষ্টা করি। ততক্ষণে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
আজমিরীগঞ্জ থানার ওসি বলেন, লাউ চুরির একটি বিষয় নিয়ে তাদের পূর্ব বিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।