রাষ্ট্র গঠন ও সমাজ বিনির্মাণে লেখক কবি সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য। সভ্যতার ক্রমবিকাশেও লেখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি দেশের প্রকাশনা শিল্প যত বিকশিত, লেখকদের কর্মও সেখানে তৃণমূল থেকে শুরু করে দেশ বিদেশে ভূমিকা রাখতে পারে। আমাদের দেশে প্রকাশনা শিল্পের ইতিহাস বেশি দিনের না হলেও দেশে ৪ হাজারের বেশি প্রকাশনা প্রতিষ্ঠান থাকাটা আশাব্যঞ্জক। বুনন প্রকাশন দেশের একটি অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠানই বলা চলে। মাত্র ৫ বছরে বাংলাদেশের বিভিন্ন জেলার ও প্রবাসী বাংলাদেশীদের ৩ শতাধিক প্রকাশনা সত্যিই অনন্য। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে সিলেটের সারদা হলে সৃজনশীল ও মননশীল বইয়ের প্রকাশনা-প্রতিষ্ঠান বুনন প্রকাশনের পঞ্চম বর্ষপূর্তি উৎসব ও লেখক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এসব কথা বলেন। এতে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার লেখক-সাহিত্যিক অংশগ্রহণ করেন।
উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লোকগবেষক সুমনকুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের ইংরেজী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি শাহেদ রহমান, বিজ্ঞান ও বহুমাত্রিক লেখক হাসনাইন সাজ্জাদী ও কবি এ কে শেরাম। সভাপতিত্ব করেন নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী। অনুষ্ঠানে বুনন লেখক সম্মাননা ও বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুনন প্রকাশনের সত্বাধিকারী কবি খালেদ উদ-দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আয়েশা মুন্নী। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com